Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন ভূমি অফিস
বিস্তারিত

ভূমি মন্ত্রণালয়ের অধিনে জেলা প্রশাসনের কর্মচারী দিয়ে ইউনিয়ভূমি অফিস পরিচালিত হয়। নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার পুটিযা ইউনিয়ন ভূমি অফিস  (land) সংক্রান্ত সকল কার্যাবলী সম্পাদনে এবং ভূমি (land) সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে এ ইউনিয়নেরসকল জনসাধারনকে সহায়তা প্রদানকরে থাকে। এছাড়া সহাকারী কমিশনার (ভূমি) সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের নিকট সংরক্ষিত কিছু কার্যাবলী (Retained Functions) এবং কিছু নিয়ামক কার্যাবলী (Regulatory Functions) সম্পাদন করে থাকেন।

ইউনিয়নভূমি অফিসটি জয়নগর জয়নগর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে জাল্লারা বাজারে অবস্থিত। মৌজাস্থ আরএস ----ও এসএ ----- নং দাগে অবস্থিত। অফিসটি সেমি পাকা ভবন এবং এতে ২টি কক্ষ বিদ্যমান। এরপ্রধানের পদবী- উপ-সহকারী কর্মকর্তা (ভূমি)।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

কি সেবা কিভাবে পাবেন

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি)

আদায়

০১ জুলাই হতে ৩০ জুন (এক আর্থিক বছর)

সরকার কর্তৃক নির্ধারিত নীতি মালা অনুসারে।

ইউনিয়ন ভূমি অফিস

(সংশিস্নষ্ট)

০২

পেরী-ফেরী ভূক্ত বাজারের অস্থায়ী একসনা লীজ নবায়ন।

 

অনুর্ধ্ব ১৫ দিন

 

প্রকৃতব্যবসায়ী ট্রেড লাইসেন্স থাকতে হবে। নীতিমালা অনুযায়ী প্রস্তাব উপজেলানির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়।ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লীজের শর্তভঙ্গ না করলে সরকারকর্তৃক নির্ধারিত হারে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআরপ্রদান করা হয়।

ইউনিয়ন ভূমি অফিস।

উপজেলা ভূমি অফিস

 

০৩

অর্পিত সম্পত্তির নবায়ন

 

অনুর্ধ্ব ১৫ দিন

ইউনিয়নভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে লীজের শর্তভঙ্গ না করলে সরকারী নীতিমালার আলোকে লীজমানি গ্রহণপূর্বক নবায়ণ করা হয় এবং ডিসিআর প্রদান করাহয়।

ইউনিয়ন ভূমি অফিস।

উপজেলা ভূমি অফিস

 

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

দপ্তর

সেবার ধরন

কারা সেবা পাবে

প্রার্থিত সুবিধা পাওয়ার সময়সীমা

কার নিকট অভিযোগ করবে

প্রার্থিত সেবার ফিস /মূল্য

০১

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ক) ভূমি উন্নয়ন কর আদায়

ভূমি মালিকগণ

ইউনিয়ন ভূমি অফিস হতে অফিস চলাকালীন সময়  তাৎক্ষনিকভাবে।

সহকারী কমিশনার(ভূমি),

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

২৫ থেকে ৩০ বিঘা পর্যন্ত কৃষিজমি প্রতি শতাংশ০.৫০ টাকা ও৩০ বিঘার উর্ধেপ্রতি শতাংশ ১.০০ টাকা হারে

পাকা বাড়ী পৌরসভার বাইরে প্রতি শতাংশ৫.০০এবং পৌরসভায় প্রতি শতাংশ ৬.০০ টাকা হারে

অকৃষি বানিজ্যিকজমি পৌরসভার বাইরে প্রতি শতাংশ১৫টাকা এবং পৌরসভায় প্রতি শতাংশ ১৭ টাকা হারে

০২

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

খ) নাম পত্তন/জমা খারিজ এর মাধ্যমে রেকর্ড সংশোধন

জমির ক্রেতা মালিকগণ এবং ওয়ারেশ সূত্রে দাবীর মালিকগণ

৪৫ দিনের মধ্যে

সহকারী কমিশনার(ভূমি),

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

দরখাস্ত কোর্ট ফি-৫.০০ টাকা

খতিয়ান ফি-৪৩ টাকা

রেকর্ডসংশোধনফি-২০০ টাকা এবং প্রসেস ফি নোটিশ জারীর ক্ষেত্রে প্রতিপক্ষ এক জনেরজন্য ২.০০ টাকাএবং একের অধিক প্রতি জনের জন্য অতিরিক্ত ০.৫০ টাকা হারে

০৩

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

গ) ১৫০ ধারামতে রেকর্ড সংশোধন

সাধারণ জনগণ

১৮০ দিনের মধ্যে

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

কোর্ট ফি-৫/- টাকা

০৪

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ঘ) খাজনা মওকুফ

২৫ বিঘার নিম্নের জমির মালিকগণ

বাংলা ১৩৯৮ সাল থেকে

সহকারী কমিশনার(ভূমি),

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

রেকর্ড সংরক্ষন ফি খতিয়ান প্রতি-২.০০ টাকা প্রতি বছর

 

০৫

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ঙ) খাস জমি বন্দোবস্ত

ভূমিহীন

উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

১/- ফি

০৬

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

চ) হাট/বাজারের জমি একসনা বস্দোবস্ত

দোকান ব্যবসায়ী মালিকগণ

জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

প্রতি বর্গমিটার পৌর-১০০ টাকা

পৌর বাহিরে-১৩ টাকা হারে

০৭

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ছ) অর্পিত সম্পত্তির ইজারা

ইজারা গ্রহিতাগন

উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমোদন সাপেক্ষে

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

এক বছরেরপ্রতি শতাংশ কৃষি জমি

পৌরসভার বাইরে প্রতি শতাংশ৫/- টাকা

পৌরসভার ভিতরে প্রতি শতাংশ ১০/- টাকা

বসত বাড়িপৌরসভার বাইরে প্রতি শতাংশ ২০/- টাকা

বসত বাড়িপৌরসভার ভিতরে প্রতি শতাংশ ৪০/- টাকা

বানিজ্যিক জমি পৌরসভার বাইরে প্রতি শতাংশ ৩০/- টাকা

বানিজ্যিক জমি পৌরসভার ভিতরে প্রতি শতাংশ ৫০/- টাকা

পুকুর/জলমহাল-৩ বছর মেয়াদে নিলামের মাধ্যমেসর্বোচ্চ ডাককারীর অনূকুলে

০৮

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

জ)২০ একরের নিম্নে বদ্ধ জলাশয় ইজারা

প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতি

উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

পূর্ব ইজারা মূল্যের ৫% বৃদ্ধিতে ইজারা প্রদান।

 

সাধারণ তথ্য

বর্তমানে গুরুত্বপূর্ণ কোন প্রকল্প নাই।

label.column.field_projects

0

যোগাযোগ

যোগাযোগ

ঠিকানা

সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ফোন নম্বর

প্রযোজ্য নয়

মোবাইল নম্বর

সহকারি কমিশনার (ভূমি): ০১৭৬২৬৮৭০১৩, নাজির: ০১৭৬২৬৮৭০৭১

ফ্যাক্স নম্বর

প্রযোজ্য নয়

ই-মেইল নম্বর

upputia3@gmail.com

তথ্যবাতায়ন

http://putiaup.narsingdi.gov.bd

দূরত্ব

ঢাকা হতে প্রায়  ৫৫ কিলোমিটার

নরসিংদী জেলা সদর হতে প্রায় ৬/৭ কিলোমিটার

 ইটাখোলা বাস ষ্টেশন হতে প্রায় ৪ কিলোমিটার

সড়ক পথে

ঢাকা/নরসিংদীজেলা সদর হতে বাস যোগে  ইটাখোলা এসে /রিক্সা/অটোরিক্সা যোগে পুটিয়া  ইউনিয়নের পুটিয়া বাজারে ভূমি অফিসে আসা যায়।

সড়ক পরিবহন

ঢাকাও নরসিংদী ভেলানগর হতে বিআরটিসি ও মনোহরদী পরিবহনের কাউন্টার গাড়ীতে ইটাখোলা এসে  /টেম্পু/রিক্সা/অটোরিক্সা যোগে পুটিয়া  ইউনিয়নের পুটিয়া বাজারে ভূমি অফিসে আসা যায়।

রেল পথে

পুটিয়া ইউনিয়ন ভূমি অফিসের সাথে সরাসরি কোন রেলপথ নাই। তবে নরসিংদী রেলওয়ে ষ্টেশন এসে রিক্সায় অটোরিক্সা যোগে পুটিয়া ইউনিয়নের  পুটিয়া বাজারে ভূমি অফিসে আসা যায়।