ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, পরিবার কল্যান পরিদর্শিকা
বিবরনঃ মা, ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরন ও সেবা, নিরাপদ প্রসব, ইপিআই, রেফার করন
১। - মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)
গর্ভবতী সেবা, প্রসব সেবা, এমআর সেবা, ০-৫ এর
কমবয়সী শিশুদের সেবা, প্রজনন তন্ত্র / যৌন বাহিত
রোগের সেবা, সাধারন রোগীর সেবা
২। পরিবার পরিকল্পনা সেবা ( বিনামূল্যে)
পরিবারপরিকল্পনা বিষয়ে পরামর্শ প্রদান, খাবার বড়ি কনডম বিতরন, জন্ম নিরোধক ইনজাকশন, ইমপ্লান্ট, আইউডি, কপার-টি, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন / ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতা সেবা, রেফার করা ও স্বাস্থ্যশিক্ষা প্রদান।
৪। প্রশিক্ষণ ও পরামর্শ ঃ- ধাত্রীদের প্রশিক্ষন, বয়সন্ধিকালীন জেন্ডার প্রশিক্ষন, আরটিআই, এসটিআই ও বন্ধাত্ব দম্পতিদের পরামর্শ প্রদান
সিটিজেন চার্টার
পুটিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র , শিবপুর , নরসিংদী ।
· ক্লিনিক সকাল ৮.০০ঘটিকা থেকে ২.৩০ঘটিকা পর্যমত্ম সুনির্দিষ্ট সেবা প্রদান করা।
· সরবরাহ সাপেক্ষে সকল ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। প্রয়োজনে কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে গ্রহীতাকে ক্রয় করতে বলা হয়।
বিনামূল্যে প্রদত্ত সেবা সমূহ
মা ও শিশু স্বাস্থ্য সেবা | অন্যান্য সেবা |
v গর্ভকালীন ও গর্ভোত্তর সেবা। v স্বাভাবিক প্রসব সেবা। v এম.আর সেবা। v নবজাতক সহ ০৫(পাচ) বৎসরের কম বয়সী শিশুর সেবা। v প্রজননতন্ত্রের বা যৌনবাহিত রোগের সেবা । v ই.পি.আই সেবা ও ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল বিতরন। | v সাধারণ রোগীর সেবা। v বয়ঃ সন্ধিকালীন সেবা v স্বাস্থ্য শিক্ষা v প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন (রেফার) |
সরকারী নির্ধারিত মূল্যে সাপেক্ষে প্রদত্ত সেবা | |
v কনডম ১ ডজন = ১ টাকা ২০পয়সা। | |
পরিবার পরিকল্পনা সেবা | পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে |
v পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান। v খাবার বড়ি, জন্মনিরধক ইনজেকশন, আই.ইউ.ডি/কপার টি, ই.সি.পি। v ভ্যাসেকটমি/ এন.এস.ভি ও টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি) v পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতা সেবা। v পরিবার পরিকল্পনা সহকারী কর্তৃক বাড়ি প্রদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা সমূহ প্রদান করে থাকে। v মেডিকেল অফিসার (এম.সি.এইচ) স্থায়ী পদ্ধতী এবং ইমপ্লান্ট গ্রহীতাকে সেবা প্রদান করে থাকে। | v I.U.D এর ক্ষেত্রে ১৫০ টাকা, ফলোআপ বাবদ ০৩ বার (৮০+৮০+৮০) v ইমপ্ল্যান্ট ১৫০ টাকা, ফলোআপ বাবদ ০৩ বার (৭০+৭০+৭০) v স্থায়ী পদ্ধতি (পুরুষ) = ২,০০০/- + ০১টি লুঙ্গী। v স্থায়ী পদ্ধতি (মহিলা) = ২,০০০/- + ০১টি শাড়ী। |
পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতা প্রেরণকারীকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে | |
v I.U.D = ৫০ টাকা। v ইমপ্ল্যান্ট ৬০ টাকা। v স্থায়ী পদ্ধতি ৩০০টাকা। |
নাই।
কর্মকর্তার পদবী ঃ পরিবার কল্যান পরিদর্শিকা।
অফিসের নাম ঃ পুটিয়াইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ,পুটিয়া
শিবপুর,নরসিংদী ।
প্রত্র যোগাযোগের ঠিকানাঃ পুটিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র , পোঃ
শিবপুরপুটিয়া , নরসিংদী ।
ফোন ঃ
মোবাইল ঃ ০১৭১৮১৪২৩৫০
ই-মেইল ঃ
শিবপুর বাস ষ্টেশন হতে বাস যোগে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দ নগর ষ্ট্রেশন এ নেমে দক্ষিন পশ্চিম দিকে ১০০ গজ পায়ে হেটে পুটিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আসা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS