বিষয় ঃ ২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ম কিস্তির (বিবিজি) বরাদ্দ দ্বারা বাস্তাবায়নের জন্য অগ্রাধিকার স্কীমের তালিকা দাখিল।
উপযুর্ক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, পুটিয়া ইউপির ২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ম কিস্তির (বিবিজি) বরাদ্দ দ্বারা বাস্তাবায়নের জন্য অগ্রাধিকার স্কীমের তালিকা ইউপির সভার সিদ্ধান্ত মোতাবেক বাছাই পূর্বক মহোদয়ের সদয় অবগতি ও সদয় অনুমোদন জন্য দাখিল করা হইল।
২০২২-২০২৩ উন্নয়ন সহায়তা অর্থ দ্বারা বাস্তবায়নের জন্য বাছাইকৃত স্কীম সমূহের নামের তালিকা
ক্রঃ নং স্কীমের নাম ওয়ার্ড নং টাকার পরিমান প্রকল্পের ধরন
০১ কামারগাঁও উত্তর পাড়া নইম উদ্দিনের বাড়ী হইতে করিম সাংবাদিকের বাড়ীর রাস্তায় ইটা বিছানো। ০৬ ১,৫৭,০০০/- যোগাযোগ
০২ শেরপুর মাদ্রাসা মোড় হইতে মুঞ্জুর এলাহাীর বাড়ীর রাস্তায় ইটা বিছানো। ০৯ ১,৫৭,০০০/- যোগাযোগ
০৩ গুপ্তপাড়া শহিদুল্লাহ মিয়ার জমির নিকট পাকা রাস্তা হইতে মানিক মিয়ার বাড়ীর রাস্তায় ইটা বিছানো ০৮ ৪,১৯,৫০০/- যোগাযোগ
সর্বমোট= ৭,৩৩,৫০০/-
(কথায়: সাত লক্ষ তেত্রিশ হাজার পাঁচ শত) টাকা।
উপজেলা নির্বাহী অফিসার
শিবপুর,নরসিংদী।
(খন্দকার হাসান উল সানী এলিছ)
চেয়ারম্যান
পুটিয়া ইউনিয়ন পরিষদ
শিবপুর, নরসিংদী।
সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে:-
১. উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার, নরসিংদী।
২. অফিস কপি।
(খন্দকার হাসান উল সানী এলিছ)
চেয়ারম্যান
পুটিয়া ইউনিয়ন পরিষদ
শিবপুর, নরসিংদী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS